ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
সিরাজগঞ্জে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকা মূল্যের ৩৬৩ গ্রাম হেরোইনসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় বঙ্গুবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন দক্ষিণে মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১২ সদস্যরা।

পরে তাদের নামে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিদিরপুর গ্রামের ইমরান আলীর স্ত্রী মোছা. শেফালী বেগম (৫০) ও তার মেয়ে মোছা. জেসমিন আক্তার সুরভী।

শনিবার (১ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অভিযান চালিয়ে ওই দুই নারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৬৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।