ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আফতাব নগরে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
আফতাব নগরে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর বাড্ডা আফতাব নগরে ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপের আঘাতে লাল চান (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আফতাবনগর এইচ ব্লক, স্টিল ব্রিজের পাশে এই ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন। লাল চান ময়মনসিংহ ধোবাউরা উপজেলার গোস্তাগলি গ্রামের আ. কুদ্দুসের ছেলে।  

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী সুজাত মিয়া জানান, তারা এক মাস ধরে সেখানে কাজ করে আসছিলেন। সকাল থেকে কাজ করার সময় পাইলিংয়ের লোহার একটি পাইপ দিয়ে তার মাথায় সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।