ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাইক কিনে না দেওয়ায় গায়ে পেট্রল ঢেলে কিশোরের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
বাইক কিনে না দেওয়ায় গায়ে পেট্রল ঢেলে কিশোরের আত্মহত্যা নাছির মিয়া

জামালপুর: জামালপুরের সরিষাবাড়িতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যা করেছে নাছির মিয়া (১৬) নামে এক কিশোর।

রোববার (২ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাছিরের।

নিহত নাছির মিয়া ওই এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

এর আগে রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টা দিকে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী বাজার এলাকায় তার নিজ ঘরেই শরীর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন।

স্থানীয়রা জানান, নাছির তার পরিবারের কাছে কিছুদিন ধরেই মোটরসাইকেল কেনার জন্য আবদার করে আসছিল। একপর্যায়ে নাছির তার বাবাকে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য আল্টিমেটামও দিয়েছিল। দুই দিনের মধ্যে মোটরসাইকেল কিনে না দিলে আত্মহত্যা করবে। গত রোববার তার বাবা মোটরসাইকেল কিনে না দেওয়ায় রাতে নিজ ঘরে শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে পারিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহাব্বত কবির বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।