ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিজিবির ধাওয়া খেয়ে ৫ সোনার বার ফেলে ভারতে পালালেন পাচারকারী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
বিজিবির ধাওয়া খেয়ে ৫ সোনার বার ফেলে ভারতে পালালেন পাচারকারী 

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মাটিলা গ্রামে বিজিবির ধাওয়া খেয়ে পাঁচটি সোনার বার ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে গেছেন এক পাচারকারী। উদ্ধার করা সোনার ওজন ৪৯ ভরি ১৫ আনার একটু বেশি।

যার দাম ৪৯ লাখ ৪৪ হাজার ২২৫ টাকা।

সোমবার (০৩ এপ্রিল) দুপুরে বর্ডার গার্ড বাংলাদশ (বিজিবি) ৫৮ মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মাটিলা বিওপি এলাকায় বিজিবির একটি বিশেষ দল টহল দিচ্ছিল। এসময় মাটিলা গ্রামের আজিজুর রহমানের ড্রাগন বাগানের কাছে রাস্তার পাশে ওত পেতে থাকা এক ব্যক্তির হাতে একটি লাল ব্যাগ দেখলে তাকে তাকে কাছে আসতে বলা হয়। কিন্তু তিনি সে কথা না শুনে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে লোকটি ওই ব্যাগ ফেলেই দৌড়ে ভারত সীমান্তের ভেতরে পালিয়ে যান। পরে স্থানীয়দের সামনে ব্যাগ খুলে তাতে স্কচটেপে মোড়ানো পাঁচটি সোনার বার পায় বিজিবি। যার ওজন- ৫৮২.৪৪ গ্রাম (৪৯ ভরি ১৫ আনা ৪ পয়েন্ট)। যার মূল্য ৪৯ লাখ ৪৪ হাজার ২২৫ টাকা। টাকা। উদ্ধারকৃত সোনার বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান এ কর্মকর্তা।   

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।