ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ৪ দিন পর মিলল অটোচালকের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
নিখোঁজের ৪ দিন পর মিলল অটোচালকের লাশ ফাইল ফটো

রংপুর: নগরীতে নিখোঁজের চারদিন পর কামরুল হাসান (৩৫) নামে এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে নগরীর সুলতান মোড় এলাকায় তার লাশটি পাওয়া যায়।

কামরুল নগরীর উপশহর লাকিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে কামরুল হাসানের অটো ভাড়া নেন অজ্ঞাত কয়েকজন। এরপর থেকে কামরুল হাসান নিখোঁজ ছিলেন। নিখোঁজের পরদিন শনিবার তার সন্ধান চেয়ে মেট্রোপলিটন কোতয়ালী থানায় জিডি করেন পরিবার।

মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, অটো ছিনতাই করতে তাকে ধারালো কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) মর্গে পাঠানো হয়েছে। খুনিদের শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।