বরিশাল: নিখোঁজ হওয়ার একদিন পর বরিশাল সদর উপজেলার কড়াপুরে মাছের ঘের থেকে রুবি আক্তার (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত রুবি ওই এলাকার বাসিন্দা বাবুল বেপারীর স্ত্রী।
মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ওই নারী মরদেহ উদ্ধার করা হয়।
মৃত নারীর স্বামী বাবুল জানান, এক ছেলে ও এক মেয়ের জননী রুবী। সোমবার (৩ এপ্রিল) ইফতার শেষে ইউপির বৌশের হাট বাজারের পল্লি চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হন রুবী। কোনো সন্ধান না পেয়ে রাতে খোঁজাখুঁজি করাও হয়। আজ সকালে স্থানীয় লোকজন মরদেহটি আজাদের মাছের ঘেরে দেখতে পান।
বাবুল আরও জানান, তাদের সঙ্গে কারো শত্রুতা নেই। কী হয়েছে তিনি তা জানেনও না এ মুহূর্তে তার কোনো অভিযোগও নেই।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ রহস্যজনক। শরীরে কোনো আঘাতে চিহ্ন নেই। সরাসরি হত্যাও বলতে পারছি না। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে স্থানীয়রা এটিকে হত্যাকাণ্ড দাবি করলেও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
ইউপির পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিন্টু বাংলানিউজকে বলেন, দরিদ্র পরিবার। রাতে বের হওয়ার পর ওই নারী ঘরে ফেরেননি। সকালে এক ব্যক্তি গরু আনতে গিয়ে তার মরদেহ ভেসে থাকতে দেখে পরিবারকে খবর দেয়।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এমএস/এএটি