ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রোকিয়া আফজাল রহমান আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
রোকিয়া আফজাল রহমান আর নেই

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রোকিয়া আফজাল রহমান শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৮২ বছর।

স্থানীয় সময় বুধবার (৫ এপ্রিল) সিঙ্গাপুরের একটি হাসপাতালে রাত দুইটায় ঘুমের মধ্যে শেষ নিশ্বাস ত্যাগ করেন।  

তিনি দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরলিঙ্কস গ্রুপের ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ রোকিয়া আফজাল রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। রোকিয়া আফজাল এ গ্রুপের চেয়ারম্যান ছিলেন।

খালেদ সাইফুল্লাহ বলেন, রোকিয়া আফজাল রহমান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মারা গেছেন। তিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। বিশেষ করে কোভিডে আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন থেকেই সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছিল।

খালেদ সাইফুল্লাহ আরও বলেন, এক মাস আগে রোকিয়া আফজাল রহমান দেশে আসেন। কিন্তু মঙ্গলবার (৪ এপ্রিল) তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তাঁকে আবার সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানেই আজ তাঁর মৃত্যু হয়। আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে।

মৃত্যুর আগে তিনি মিডিয়াওয়ার্ল্ড লিমিটেড ও মাইডাস ফাইন্যান্সের চেয়ারপারসন ছিলেন। একই সঙ্গে তিনি মিডিয়া স্টারের শেয়ারহোল্ডার পরিচালক ও এবিসি রেডিওর শেয়ারহোল্ডার পরিচালক ছিলেন।  

বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন রোকিয়া আফজাল রহমান।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।