মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে পাঁচ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৬০ কেজি জাটকা জব্দ করা হয়।
বুধবার (০৫ এপ্রিল) সকালে শিবচরের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে চরজানাজাত নৌ-পুলিশ।
আটকরা হলেন- শিবচরের চরজানাজাত এলাকার ইব্রাহিম (৩২), জাবেদ (২৮), মুন্সীগঞ্জের ভাগ্যকূল এলাকার বিষ্ণ (৩২), ব্রাক্ষ্ণবাড়িয়ার ইয়াসিন (২০) এবং নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার রুবেল (২৫)।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে পদ্মা নদীতে বুধবার অভিযান পরিচালনা করা হয়। চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রুহুল আমীনে এর নেতৃত্বে পুলিশের এক টিম এতে অংশ নেয়। এ সময় নিষেধ থাকা সত্ত্বেও জাটকা ধরার অপরাধে পাঁচ জেলেকে আটক করা হয়।
চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রুহুল আমীন বলেন, পাঁচ জেলে আটকের সময় তাদের কাছে থেকে ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। আটকদের নামে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিয়মিত এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এফআর