ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ির ৫ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ পালিত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
খাগড়াছড়ির ৫ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ পালিত 

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে হ্লাসিংমং মারমা নামে ইউপিডিএফ (প্রসীত) কর্মীকে হত্যার প্রতিবাদে বুধবার (৫ এপ্রিল) জেলার ৫ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।  

ইউপিডিএফ এই অবরোধের ডাক দিয়েছিল।

অবরোধের কারণে দুর পাল্লার যানবাহনের চলাচল বন্ধ থাকলেও ছোট যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। এদিকে অবরোধ সমর্থকরা মানিকছড়ি-লক্ষীছড়ি সড়কে কয়েকটি সিএনজি ও মটরসাইকেল ভাংচুর করে।

গত রোববার বিকেলে মানিকছড়ির কালাপানি স্কুলপাড়া এলাকায় বালু পয়েন্টে বালু উত্তোলনকারীরা হ্লাসিংমংকে পিটুনি দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। সেখানে চাঁদাবাজি করতে গেলে তাকে পিটুনি দেওয়া হয় বলে বালু ব্যবসায়ীরা জানালেও ইউপিডিএফের দাবি সাংগঠনিক কাজে গেলে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।  

এক বিবৃতিতে অবিলম্বে খুনীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এডি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।