ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তরকারিতে ঝাল না দেওয়ায় পুত্রবধূকে বকা, অভিমানে শাশুড়ির আত্মহত্যা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
তরকারিতে ঝাল না দেওয়ায় পুত্রবধূকে বকা, অভিমানে শাশুড়ির আত্মহত্যা প্রতীকী ছবি

পাথরঘাটা (বরগুনা): পুত্রবধূর সঙ্গে দ্বন্দ্বের জেরে স্বামীর ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন শাশুড়ি সফুরা বেগম (৫৫)।

বুধবার (৫ এপ্রিল) ইফতারের আগ মুহূর্তে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পশ্চিম আমড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য পিন্টু মুন্সি বলেন, স্থানীয় রহমান মুন্সির ছোট ছেলে রিয়াজ বিদেশে থাকেন, তার স্ত্রী খালেদা বেগম শ্বশুরবাড়িতে থাকেন। আমরা যতটুকু জানতে পেরেছি তরকারিতে ঝাল কম দেওয়ায় পুত্রবধূকে গালমন্দ করেন সফুরা। এসময় তার স্বামী রহমান মুন্সি পুত্রবধূর পক্ষ নেন। এ নিয়ে রহমান মুন্সি ও সফুরার মধ্যে শুরু বাগবিতণ্ডা। পরে অভিমান করে স্বামী ও পুত্রবধূর সামনেই বিষপানে আত্মহত্যা করেন সফুরা।

এ বিষয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম‌ বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।