ঢাকা: ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতিসহ ৩ দফা দাবিতে পদযাত্রা করে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ৷
বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।
এতে বলা হয়, আপনারা জানেন যে, বাংলাদেশের ইতিহাসে ১০ এপ্রিল, ১৯৭১ একটি তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং মোড় ঘোরানো দিন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে পালন করাসহ ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১০ এপ্রিল সোমবার বিকাল ৩টার সময় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউ থেকে প্রধানমন্ত্রীর বাসভবন (গণভবন) অভিমুখে পদযাত্রা এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসকে/এমজেএফ