ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কন্যাশিশুর মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
কন্যাশিশুর মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী

ফেনী: জেনারেল হাসপাতালের বিছানায় শুয়ে মিটিমিটি হাসছে ফুটফুটে এক কন্যাশিশু। স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের সভাপতি মঞ্জিলা মিমি কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টায় মগ্ন।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দিবাগত রাতে হাসপাতালে গিয়ে এ দৃশ্যটি চোখে পড়ে।

জানা যায়, গত বুধবার ফেনীর ফরহাদ নগর এলাকায় একজন মানবিক মানুষের ঘরে তার জন্ম। তাও এক মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভে। সেই মানবিক মানুষটি সন্তান সম্ভাবা মায়ের প্রসব বেদনায় ছটফট করতে থাকা এই নারীকে রাস্তা থেকে উদ্ধার করে ঘরে নিয়েছিলেন।  

তিনি মানসিক ভারসাম্যহীন নারীকে তার বাড়িতে নিয়ে ডেলিভারির ব্যবস্থা করেন। স্বাভাবিক ডেলিভারিতে বাচ্চার জন্ম হলেও মা অসুস্থ হয়ে পড়ে। পরে সন্ধ্যায় স্থানীয়রা ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের কাছে বিষয়টি জানায়। সংগঠনটি নিজস্ব পরিবহনে রাতেই মা ও নবজাতককে ফেনী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে।

বর্তমানে নবজাতকটি হাসপাতালে সহায়ের সভাপতি মঞ্জিলা মিমির তত্বাবধানে রয়েছে। সাধারণ সম্পাদক দুলাল তালুকদার বলেন, সহায়ের পক্ষ থেকে নবজাতকের নাম রাখা হয়েছে আতিয়া ইবনাত মান্নাত।

গাইনি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক মিঠু রানী বলেন, সন্তান প্রসবকারী নারীর বয়স সাকুল্যে ১৮/২০ বছর হবে। সন্তান প্রসবের পর কিছুটা রক্তক্ষরণ হলেও এখন বেশ খানিকটা সুস্থ আছেন।  

শিশুটির বিষয়ে পরবর্তী প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের সভাপতি মঞ্জিলা আক্তার মিমি বলেন, বাচ্চার মা মানসিক ভারসাম্যহীন এবং বাবার কোনো হদিস পাওয়া যায়নি। তাই আপাতত শিশুটি তাদের তত্ত্বাবধানে থাকবে। এরপর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কেউ দত্তক নিতে চাইলে নিতে পারবে। এক্ষেত্রে সিদ্ধান্ত দিবে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এসএইচডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।