ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
নেত্রকোনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই বোনসহ তিনটি শিশুর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত ৩ শিশুর মধ্যে দুজন হলো- ওই গ্রামের গিরিন্দ্র সুত্রধরের মেয়ে দিয়া সূত্রধর, একই গ্রামের তার চাচাতো বোন দীপক সূত্রধরের মেয়ে মেঘলা সুত্রধর। তারা বাট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দুই বোন দুপুরে বাড়ির পাশের কংস নদে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে নদটি থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।  

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, জেলার দুর্গাপুরে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহাবুব (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চারিয়া পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।  

নিহত শিশু ওই উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামের খলিলুর রহমানের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার চারিয়া মাসকান্দার পূর্বপাড়া গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে আসে মাহাবুব। শুক্রবার দুপুরে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে যায় মাহাবুব। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।