ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১৬ লাখ টাকা ছিনতাই, সাবেক ছাত্রলীগ নেতাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
১৬ লাখ টাকা ছিনতাই, সাবেক ছাত্রলীগ নেতাসহ আটক ৪

নরসিংদী: নরসিংদীতে পুলিশ পরিচয়ে পিস্তল দেখিয়ে ১৬ লাখ টাকা ছিনতাইকালে সাবেক ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নরসিংদী আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম ভূঁইয়ার ছেলে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভূঁইয়া লেলিন (৩৬), ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মাধবদী টাটাপাড়া এলাকার শফিকুর রহমানের ছেলে শোয়েব রায়হান (২৯), ছাত্রলীগের কর্মী মাধবদীর বিরামপুর এলাকার আক্তার হোসেনের ছেলে তানভীর আহমেদ (৩০) ও বলভদ্রী এলাকার মকবুল হোসেনের ছেলে কামরুল হাসান মুহিত (২৯)।
 
ভুক্তভোগী আক্কাস আলীর ছেলে প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন বলেন, তিনি ও তার বাবা আক্কাস আলী মেম্বার সদর উপজেলার সাহেবপ্রতাব এলাকার বাড়ি থেকে গ্রামের বাড়ি রায়পুরার বাঁশগাড়িতে জমি কেনার জন্য ১৬ লাখ টাকা নিয়ে অটোরিকশা দিয়ে যাচ্ছিলেন। নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে ৪ জন তাদের গতিরোধ করেন। ওই সময় নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে  টাকার ব্যাগ নিয়ে যায়। এসময় তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন তানভীর ও শোয়েব নামের দুজনকে ধরে ফেললেও বাকি দুজন টাকা নিয়ে পালিয়ে যায়।  

পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এসময় লেলিন ও মুহিত আটক দুজনকে ছাড়াতে এলে ঘটনার সঙ্গে তাদেরও সম্পৃক্ততার সন্দেহ হয়। পরে পুলিশ ৪ জনকে আটক করে। এই ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী বাবা-ছেলে।

নরসিংদী বাজারের একাধিক ব্যবসায়ী জানান, গত রোববার সকালে পুরাতন সুতার ব্যবসায়ী নাজিম উদ্দিনের সুতার গদিতে তালা লাগায় তারা। সম্প্রতি এই চক্রটি ছিনতাই রাহাজানি, পাওনা টাকা উদ্ধারের নামে ব্যবসায়ীর দোকান ঘরে তালা লাগানো ছাড়াও নানা অপকর্ম করে বেড়াচ্ছে বলে জানা গেছে। তাদের যন্ত্রণায় একেবারে অতিষ্ট হলেও পুলিশ দেখে না দেখার মত করে থাকছে।
 
নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নাজিম উদ্দিনের গদির তালা আমরা গিয়ে খুলে দিয়েছি। কিন্তু এসব ঘটনার পর বাজারে চরম আতঙ্ক বিরাজ করছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, আটকদের দেওয়া তথ্যমতে টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় বিস্তারিত জানাতে আরও কিছু সময় লাগবে।  ধারণা করা হচ্ছে এ চক্রের সঙ্গে একাধিক সদস্য রয়েছে। তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।