বগুড়া: বগুড়ায় কাগজের ঠোঙ্গায় ওজন জালিয়াতি করায় পাঁচ ফল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং নানা অপরাধে আরও সাত ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (০৮ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
তিনি জানান, রমজানে ফলের বাজার নিয়ন্ত্রণে শহরের ফতেহ আলী বাজারে অভিযান চালানো হয়।
এ সময় ফলের সঙ্গে ওজন করে দেওয়া কাগজের ঠোঙ্গার নিচে পৃথক কাগজ দিয়ে ওজনে জালিয়াতি করায় দায়ে পাঁচ দোকানিকে দুই হাজার করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে একটি তরমুজ দোকানে মূল্যতালিকা না থাকায় ১ হাজার ও খেজুর খোলামেলা রেখে অস্বাস্থ্যকরভাবে বিক্রির দায়ে ছয় দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ নিয়ে ১২ ফল ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
কেইউএ/এএটি