ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ১০ হাজার মানুষ পাচ্ছে ঈদ উপহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
ফরিদপুরে ১০ হাজার মানুষ পাচ্ছে ঈদ উপহার

ফরিদপুর: জেলায় পৌরসভাসহ জেলা সদরের ১১টি ইউনিয়নের ১০ হাজার মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (০৮ এপ্রিল) দুপুর এ ঈদ উপহার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ।

একইদিন সকাল সাড়ে ১১টায় ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন পরিষদে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য বিপুল ঘোষ।

এ সময় ঈদ সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে পোলাওয়ের চাল, চিনি, ডাল, সেমাই, দুধ, মশলা, তেল ও চিনি দেওয়া হয়।

মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মুন্সির সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও বিসিসিআইর পরিচালক মো. খায়ের মিয়া (সিআইপি), ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মাইনুদ্দিন আহমেদ মানু, ফরিদপুর শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল ইসলাম মিঠু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শওকত আলী জাহিদ, ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মো. শাহ্ সুলতান রাহাত, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহামেদসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।