ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে অস্ত্রসহ ২ চাঁদাবাজ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
খাগড়াছড়িতে অস্ত্রসহ ২ চাঁদাবাজ আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নের কুকিপাড়া এলাকার ২ নম্বর গাছবান প্রকল্পপাড়া থেকে অস্ত্রসহ দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী।

আটকরা হলেন- বীরেন্দ্র ত্রিপুরার ছেলে সুকেন্দু ত্রিপুরা (৩৬) ও কমল ত্রিপুরার ছেলে দীপু ত্রিপুরা।

আটককালে তাদের কাছ থেকে একটি এলজি লং রাইফেল, চার রাউন্ড গুলি, চারটি চাঁদা আদায়ের রশিদ বই এবং একটি মোবাইলফোন পাওয়া গেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৮ এপ্রিল) রাতে গাছবান প্রকল্পপাড়ায় খাগড়াছড়ি জোন সদরের মেজর মো. জোবায়ের মাহমুদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে। সে সময় ওই দুই আসামিকে আটক করে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্থান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, অস্ত্র-রশিদসহ আটক দুই চাঁদাবাজ সুকেন্দু ও দীপুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।   

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।