ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দোহারে ৩২০০ কেজি জাটকাসহ আটক ৭ 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
দোহারে ৩২০০ কেজি জাটকাসহ আটক ৭ 

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় পার্শ্ববর্তী পদ্মা নদীর তিন হাজার দুই’শ কেজি জাটকাসহ ৭ জেলেকে আটক করেছে কুতুবপুর নৌ-পুলিশ।

রোববার ( ৯ এপ্রিল) সকালে উপজেলার বাহাঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই জহুরুল ইসলাম জানায়, সুরেশ্বর থেকে দোহারের পদ্মানদী হয়ে দুইটি ট্রলার পাবনার বেরা বাজারের উদ্দেশে যাওয়ার সময় তল্লাশি করে প্রায় তিন হাজার দুই’শ কেজি জাটকাসহ জেলেদের আটক করা হয়েছে।  

তিনি আরও জানায়, আসামীদের বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সুরক্ষা আইনের ১৯৫০ সালের ৫ এর (১) ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল আলম জানান, উদ্ধারকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদারাসায় বিতরণ করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।