ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদের কেনাকাটায় গিয়ে হাঁপিয়ে উঠছেন ক্রেতারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
ঈদের কেনাকাটায় গিয়ে হাঁপিয়ে উঠছেন ক্রেতারা

মাদারীপুর: বাজারে পণ্যর আকাশ ছোঁয়া দামে ন্যুজ হতে চলা মাদারীপুরের ক্রেতারা হাঁপিয়ে উঠছেন প্রচণ্ড গরমে। তীব্র তাপদাহে ঈদের কেনাকাটা করতে গিয়ে অসুস্থও হয়ে পড়েছেন অনেকে।

রোববার (৯ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে জেলার শিবচর পৌর এলাকার মার্কেটে স্থানীয়দের ঈদের কেনাকাটা পর্যবেক্ষণে গিয়ে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ক্রেতাদের সবচেয়ে বেশি ভিড় পোশাক ও জুতা-স্যান্ডেলের দোকানে। পণ্যের দাম বেশি হওয়ায় অনেকে সহজে কিনতে পারছেন না। যারা কিনছেন অনেক সময় নিয়ে দাম-দর করে নিচ্ছেন। মার্কেটগুলো পর্যাপ্ত বাতাস না থাকায় ছোট ছোট শিশু দুর্বল হয়ে পড়ছে। অসুস্থ হয়ে পড়েছেন নারীরাও। হাঁপিয়ে উঠছেন পুরুষ ক্রেতারা।

প্রচণ্ড রোদ ও এর জন্য তীব্র তাপদাহে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। তার মধ্যে মার্কেটগুলোর কোনোটিতে এসি নেই, আবার কোনোটিতে বাতাস চলাচলের মতো অবস্থা নেই। যে কারণে তারা হাঁপিয়ে উঠছেন।

বিক্রেতারা বলছেন, পণ্য কেনার চেয়ে দেখার জন্য লোক বেশি আসে, তাই মার্কেটে ভিড় জমে যায়। গরম বাড়তে থাকায় মার্কেটের অভ্যন্তরে ক্রেতারা হাঁপিয়ে ওঠেন। তারা নিজেরাও হাঁপিয়ে ওঠেন। মার্কেটে ফ্যানের বাতাসও গরম।

মাদারীপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায় দুপুরে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তাপমাত্রা আরও বাড়তে পারে।

জেলা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আব্দুর রহিম সান্টু বলেন, রোববার মাদারীপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, মার্কেটগুলোয় অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্যের মূল্যে অসঙ্গতি পেলেই ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, দোকানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকা, অনুমোদনহীন বিদেশী পণ্য বিক্রির দায়ে আমরা বিভিন্ন দোকানে জরিমানা করছি। অভিযোগের ভিত্তিতে আমাদের অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।