ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ৭ কেজি গাঁজাসহ নারী মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
শরীয়তপুরে ৭ কেজি গাঁজাসহ নারী মাদক বিক্রেতা আটক

শরীয়তপুর: কুমিল্লা থেকে শরীয়তপুর হয়ে খুলনা যাওয়ার পথে ৭ কেজি গাঁজাসহ হাবিবা (৩০) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে শরীয়তপুরের চরপাতাং এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হাবিবা বাগেরহাটের শরণখোলা থানার বানিয়াখালি গ্রামের রুহুল আমিন আকনের স্ত্রী।

পালং থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার চরপাতাং এলাকার আবু বকর মোল্লার বাড়ির সামনে থেকে হাবিবাকে গাঁজাসহ আটক করে। মোটরসাইকেলে করে এসে সিএনজিতে যাওয়ার পরিকল্পনা ছিল হাবিবার। তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাতে ৭ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।