ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
নারায়ণগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: জেলার বন্দরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

 

রোববার (১৬ এপ্রিল) সকালে মদনগঞ্জ-মদনপুর সড়কের মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুলহর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জহিরুল ইসলাম (৪২) ও মুকুল (৪০)।

জানা যায়, নিহত জহিরুল ইসলাম বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার তারা মিয়ার ছেলে। তিনি গার্মেন্টসের জুট ব্যবসায়ী। অপর নিহত মুকুলের বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি মদনপুরের ইপিলিয়ন গার্মেন্টসের শ্রমিক।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, রোববার সকালে বন্দরের লক্ষণখোলা বাসস্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশায় মদনপুর যাচ্ছিল। পথে ফুলহর এলাকায় পৌঁছলে মদনপুরের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী জহিরুল ও মুকুল ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুই যাত্রী। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।