ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ পাঠচক্রের পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ পাঠচক্রের পুরস্কার বিতরণ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মুজিব শতবর্ষে শত গ্রন্থাগারে ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক পাঠচক্রে অংশ নিয়ে বিজয়ী ১২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

জাতীয় গ্রন্থকেন্দ্র ও সংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে রোববার (১৬ এপ্রিল) উপজেলার তারাশী এলাকার জ্ঞানের আলো পাঠাগারে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রেস্ট পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে হিরণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, সাংবাদিক মিজানুর রহমান বুলু, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি আলী আক্কাস লিটন বক্তব্য রাখেন।  

আলোচনা সভা শেষে কোটালীপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরাকে জ্ঞানের আলো পাঠাগারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।