ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাবিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু ৯ মে

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
জাবিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু ৯ মে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে  ভর্তির অনলাইন আবেদন আগামী ৯ মে সকাল ১০টায় শুরু হবে।  

অনলাইনে আবেদন করা যাবে ৩১ মে রাত ১২টার আগে পর্যন্ত।

 

সোমবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ থেকে ২৪ জুন। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এ বছর  মোট ছয়টি ইউনিটে ( এ, বি, সি, সি১, ডি ও ই) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গণিত ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি অধিভুক্ত 'এ' ইউনিট, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত 'বি' ইউনিট। কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট অধিভুক্ত 'সি' ইউনিট, কলা ও মানবিক অনুষদভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ 'সি১' ইউনিট। জীববিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিট ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত 'ই' ইউনিট।

এ, বি এবং সি ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে৷ এছাড়াও সি১, ডি এবং  'ই' ইউনিটের প্রতিটির জন্য ৬০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি বিকাশ অথবা রকেট -এর মাধ্যমে দিতে হবে।

আবেদনকারী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে ন্যূনতম যোগ্যতা যাচাইপূর্বক নিজ মোবাইল নম্বর (আবেদনকারীর নিজের অথবা অভিভাবকের) নিশ্চিত করবেন এবং প্রেরিত পাসওয়ার্ড পরবর্তীতে আবেদন/ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন।  

একই মোবাইল নম্বর ব্যবহার করে একজন আবেদনকারী একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন। তবে উক্ত মোবাইল নম্বর ব্যবহার করে একই ইউনিটে একাধিক আবেদন করা যাবে না।

আবেদনযোগ্য ইউনিটগুলোর তালিকা থেকে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফি প্রদানপূর্বক এক বা একাধিক ইউনিটে আবেদন সম্পন্ন করতে হবে। পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি ও ধাপসমূহ ওয়েবসাইটে পাওয়া যাবে।

'ও' লেভেল এবং 'এ' লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য এবং ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি আপলোড করে আবেদন করতে হবে।

৯ জুন থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আবেদনকারী তার প্রোফাইল থেকে  প্রত্যেক ইউনিটের জন্য পৃথকভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে৷

পরীক্ষার তারিখ, সময়, ভবনের নাম, কক্ষ নম্বর ইত্যাদি তথ্যসহ সিটপ্ল্যান এবং ভর্তি পরীক্ষার ফল আবেদনকারীর মোবাইল নম্বরে 'এসএমএস' এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এছাড়াও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট- juniv-admission.org তে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা,  এপ্রিল ১৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।