ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া-মাঝিকান্দি নৌ-রুটে মোটরসাইকেল পারাপারে ২ ফেরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
শিমুলিয়া-মাঝিকান্দি নৌ-রুটে মোটরসাইকেল পারাপারে ২ ফেরি ফাইল ছবি

শরীয়তপুর: মুন্সিগঞ্জের শিমুলিয়া-শরীয়তপুরের জাজিরার মাঝিকান্দি নৌ-রুটে মোটরসাইকেল পারাপারে ফেরি চালুর জন্য প্রস্তুত করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট ও সাত্তার মাদবর মঙ্গল মাঝির ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিমুলিয়া-মাঝিকান্দি নৌ-রুটে মোটরসাইকেল পারাপারের জন্য ভোলা থেকে দুটি ফেরি আনা হচ্ছে। সোমবার সন্ধ্যায় ফেরি দুটি শিমুলিয়া ঘাটে পৌঁছাবে। সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলাচল করবে।

বিআইডব্লিউটিসি ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ থাকায় ঈদে ঘরমুখো মানুষদের জন্য বিকল্প এ ব্যবস্থা চালু করছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। প্রায় ১০ মাস পর এই নৌ-রুটে ফেরি চলাচল শুরু করার জন্য দুই ঘাট ও পন্টুন সংস্কার করেছে বিআইডব্লিউটিসি।  

বিআইডব্লিউটিসি সূত্রে আরও জানা যায়, মোটরসাইকেল পারাপারের জন্য মঙ্গলবার সকাল থেকে এই রুটে কে–টাইপের দুইটি ফেরি চলবে। একেকটি ফেরিতে ১৫০ থেকে ১৬০টি মোটরসাইকেল পার হতে পারবে। এতে ভাড়া পড়বে ১৫০ টাকা।

এদিকে, দীর্ঘদিন ফেরি চলাচল বন্ধ থাকায় ময়লা–আবর্জনা জমেছিল ঘাটে। ফেরি চলাচলের সিদ্ধান্ত হওয়ার পর বিআইডব্লিটিসির শ্রমিকেরা সংযোগ সড়ক ও পন্টুন সংস্কার করেছেন। আর পন্টুনের নিচ থেকে ভেকু মেশিন দিয়ে বালু অপসারণ করা হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট ও সাত্তার মাদবর মঙ্গল মাঝির ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ঈদের আগে মোটরসাইকেল পারাপারের জন্য ফেরি চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক দিন ধরে ফেরি চলাচল না করায় পন্টুনে কিছু ময়লা–আবর্জনা জমে ছিল। শ্রমিকেরা সেগুলো পরিষ্কার করে পন্টুন প্রস্তুত করেছেন।

তিনি আরও বলেন, ঈদের পরও মোটরসাইকেল পারাপারের জন্য ফেরি চলবে। তবে তা কত দিন থাকবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।