ঢাকা: ডেটিং অ্যাপ ব্যবহার করে প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৭ এপ্রিল) মুগদা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- নাজমুল ইসলাম লিয়ন, সাজিম মিয়াজী, মামুন ও শামসুল আলম। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার দেব জানান, ডেটিং অ্যাপ ব্যবহার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলতো চক্রটি। নিরীহ মানুষকে ফাঁদে ফেলে কৌশলে তার একান্ত ব্যক্তিগত ছবি তুলে রাখতো। পরে মারধর করে ও ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নিতো এই চক্রের সদস্যরা। এমন প্রতারণার শিকার একজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মুগদা থানায় একটি মামলা হয়।
তিনি আরও জানান, মামলাটি তদন্ত করার সময় মুগদা থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় সোমবার মুগদা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এমএমআই/এএটি