ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জাফলংয়ে হোটেলের পেছনে মিলল পর্যটকের মরদেহ, স্ত্রী পলাতক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
জাফলংয়ে হোটেলের পেছনে মিলল পর্যটকের মরদেহ, স্ত্রী পলাতক

সিলেট: সিলেটের জাফলং থেকে আলে ইমরান (৩৩) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা পর থেকে ওই যুবকের স্ত্রী খোশ নাহার পলাতক রয়েছেন।

সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে জাফলংয়ের বল্লাঘাট রিভারভিউ হোটেলের পেছনে মরদেহ উদ্ধার করা হয়। আলে ইমরান কিশোরগঞ্জের নিকলি উপজেলার গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে।  

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, রোববার (১৬ এপ্রিল) সকাল ৭টায় আলে ইমরান ও তার স্ত্রী খোশ নাহারকে নিয়ে জাফলংয়ে বেড়াতে আসেন। এ সময় তারা বল্লাঘাট রিভারভিউ হোটেলে ওঠেন। ধারণা করা হচ্ছে রাতে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ হোটেলের পেছনে ফেলে রেখে তার স্ত্রী প্রেমিকের হাত ধরে পালিয়েছেন। এ ঘটনার পর থেকে স্ত্রী খোশ নাহার ও তার প্রেমিককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।