ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সেই ‘দস্যুদের’ ঈদ উপহার দিল র‌্যাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
সেই ‘দস্যুদের’ ঈদ উপহার দিল র‌্যাব

বাগেরহাট: আগে তারা ছিলেন দস্যু, সুন্দর বনের দস্যু। কিন্তু তারা ফিরে এসেছেন।

আত্মসমর্পণ করে আলোর পথে এসে ভালো হওয়ার চেষ্টা করছেন। সামনে পবিত্র ঈদ। এ খুশিতেই তাই সেই দস্যুদের ঈদ উপহার দিয়েছে র‌্যাপিড অ্যাকশট ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

সোমবার (১৭ এপ্রিল) সকালে মোংলা বন্দর শিল্প এলাকায় বনবিভাগের ফুয়েল জেটি সংলগ্ন এলাকায় আত্মসমর্পণকৃত বনদস্যুদের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র‌্যাব-৮ এর অধিনায়ক মাহমুদুল হাসান। এ সময় র‌্যাবের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিন ২৭টি বাহিনীর ২৮৪ জন দস্যুদের হাতে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, জিরা, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী। ঈদের আগ মুহূর্তে র‌্যাবের পক্ষ থেকে উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন আত্মসমর্পনকৃত দস্যুরা।

জানা গেছে র‌্যাব-৬ খুলনার পক্ষ থেকেও আত্মসমর্পনকৃত দস্যুদের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৬ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। সেই শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে। অপহরণ করে মুক্তিপণ দাবি ও হত্যার ঘটনা এখন আর নেই। অপরদিকে আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে এ সকল জল-বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল মামলা সংশ্লিষ্ট আদালত কর্তৃক নিষ্পত্তির বিষয়টি প্রক্রিয়াধীন। ইতোমধ্যে অধিকাংশ মামলা বিজ্ঞ আদালত নিষ্পত্তি করেছেন। বাকি মামলাও নিষ্পত্তির লক্ষ্যে যথাযথ আইনি কার্যক্রম চলছে।

র‌্যাবের পক্ষ থেকে উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অতীতের দস্যুরা।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।