ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডেমরায় অস্ত্র ব্যবসায়ী আজাদ গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
ডেমরায় অস্ত্র ব্যবসায়ী আজাদ গ্রেফতার 

ঢাকা: রাজধানীর ডেমরা এলাকা থেকে সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী আবুল কালাম আজাদ ওরফে রুবেলকে (৩৫) গ্রেফতার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

গ্রেফতার সন্ত্রাসী আজাদ ওরফে রুবেল ঢাকার ডেমরা থানাধীন মধ্য হাজীনগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

অভিযানে তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন এবং এক রাউন্ড গুলি, চারটি মোবাইলফোন এবং চারটি সিমকার্ডসহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোরে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গ্রেফতার আসামি একসঙ্গে রাজধানীর ডেমরা এলাকার মাদক কারবারি, মাদকসেবী, অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে রাজধানীর ডেমরা এলাকায় অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, জমি দখল, আধিপত্য বিস্তার, মাদক কারবার নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।  

তিনি জানান, ওই মাদক কারবারি সমাজের বিত্তশালী ব্যক্তিদের বিভিন্ন ফাঁদে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায় করতেন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের সন্ত্রাসী এবং অপরাধীদের কাছে তিনি ভাড়ায় পিস্তল দিতেন। বিভিন্ন সময়ে এলাকায় তার সশস্ত্র অবস্থান এবং মহড়ার কারণে এলাকার সাধারণ মানুষের মনে তাকে নিয়ে আতঙ্ক বিরাজ করতো।  

র‌্যাব-৩ এর অধিনায়ক আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় ২০২১ সালের ২ অক্টোবর একটি মাদক মামলা এবং ২০১৮ সালের ৮ জুলাই যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় বাংলাদেশ পাসপোর্ট আদেশ আইনে একটি মামলা রয়েছে।  

মামলা দায়ের পর থেকে গ্রেফতার আসামি দেশের বিভিন্ন জেলা পলাতক থেকে জীবনযাপন করছিল।  

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।