ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদ যাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, অল্পের জন্য বাঁচলো যাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
ঈদ যাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, অল্পের জন্য বাঁচলো যাত্রীরা

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ঈদ যাত্রার তৃতীয় দিনে যাত্রাপথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে একটি বাস। এ ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছে যাত্রীরা।

বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রীমোড়ের বিএনসিসির শাখা সড়কের সামনে এ ঘটনা ঘটে।

বাসটিতে থাকা যাত্রীরা জানান, সকালে গাবতলী থেকে প্রায় ৪২ জন যাত্রী নিয়ে ঢাকা এক্সপ্রেস নামের বাসটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়৷ বাসটি বাইপাইল মোড়ে পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে খাদে পড়ে যায়। তবে কেউ আহত হয়নি।

আশুলিয়া বাইপাল ট্রাফিক বক্সের ট্রাফিক ইনচার্জ (টিআই) জাহিদুর রহমান বাংলানিউজকে বলেন, বাসটি নবীনগর থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলো। এ সময় 'ব্রেক ফেইল' হয়ে বিএনসিসির শাখা সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কেউ আহত বা নিহত হয়নি। আমরা বাসটিকে উদ্ধারে রেকার আনার ব্যবস্থা করছি।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসএফ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।