ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
মোহাম্মদপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকা: চলতি মাসের বেতনের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ ফলে গাবতলী-সদরঘাট সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে সাইনেক্স, নিপ্পন, ফোর ব্রাদার্সের কয়েক হাজার শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভে নামে। বিষয়টি সমাধানের জন্য ঘটনাস্থলে পুলিশ এলেও শ্রমিকরা সড়ক ছাড়েনি।

শ্রমিকদের দাবি, গত মাসের বেতন পেয়েছেন, কিন্তু চলতি মাসের কোনো বেতন না দিয়ে মালিক আজ কারখানা ছুটি ঘোষণা করেছেন। বাধ্য হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল বাংলানিউজকে বলেন, রাস্তা অবরোধের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে শ্রমিক এবং মালিকদের সঙ্গে কথা বলেছি। কিন্তু  শ্রমিকরা চলতি মাসের যে কয়দিন ডিউটি করেছে সেই বেতন ছাড়া রাস্তা ছাড়তে রাজি হচ্ছে না।

মালিকপক্ষ তাদের সেই বেতন দিতে রাজি হয়েছে। তারা বলেছে সবাইকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন দেওয়া হবে। কিন্তু শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।