ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পিকআপ চালক ও হেলপারকে চাপা দেওয়া বাসচালক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
পিকআপ চালক ও হেলপারকে চাপা দেওয়া বাসচালক গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর শ্যামপুরে বাসচাপায় একটি পিকআপের চালক ও তার হেলপারের মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের চালক সজীব হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বুধবার (১৯ এপ্রিল) রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে সজীবকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ অধিনায়ক সিও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত বছরের ৭ নভেম্বর একটি মিনি পিকআপ ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে শ্যামপুর যাওয়ার পথে পোস্তগোলা ব্রিজের ওপর রাইদা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে পিকআপটির সামনের অংশে সজোরে ধাক্কা দেয়। এর ফলে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এতে পিকআপের চালক আতিকুর রহমান (২৪) ও হেলপার কামরুল হুদা (২৬)  গুরুতর আহত হন। ঘটনার সাথে সাথে বাসের চালক দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যান।

ঘটনার সংবাদ পেয়ে শ্যামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি জব্দ করে। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় আতিকুর ও কামরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত আতিকুর ও কামরুলের পরিবারের পক্ষ থেকে বাসচালকের বিরুদ্ধে রাজধানীর শ্যামপুর থানায় মামলা করে। মামলার বিষয়টি জানতে পেরে বাসচালক আত্মগোপনে চলে যান।

র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন‌্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সজীবকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার সজীবকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।