ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

ঢাকা: পাবনা জেলার সদর এলাকায় স্ত্রী হাফিজা খাতুনকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মহরম সরদারকে (৬০) আটক করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৯ এপ্রিল) ভোরে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, আটক মহরম প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তিনি এলাকায় আধিপত্য বিস্তার করে চুরি, ডাকাতি, হত্যা ও গুমসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। তার নির্যাতনে সাবেক তিন স্ত্রী সংসার ছেড়ে পালিয়ে যান। বর্তমানে ভুক্তভোগী হাফিজা খাতুন তার চতুর্থ স্ত্রী। ভুক্তভোগী হাফিজাকে যৌতুকের জন্য বিভিন্নভাবে নির্যাতনের এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবিয়ে মৃত্যু নিশ্চিত করে ভাসিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ২০১৩ সালে পাবনা সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। পরে হত্যার বিষয়টি সন্দেহাতীতভাবে আদালত কর্তৃক প্রমাণিত হওয়ায় তার নামে যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ডের রায় ঘোষণা করে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানার পর থেকে বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে নিজেকে আত্মগোপন করে আসছিলেন তিনি।

আটক মহরমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।