ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঈদযাত্রা সহজ করতে খুললো গাজীপুরমুখী বিআরটি ফ্লাইওভার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
ঈদযাত্রা সহজ করতে খুললো গাজীপুরমুখী বিআরটি ফ্লাইওভার

ঢাকা: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর উত্তরার হাউজবিল্ডিংয়ে ৬৮৩ মিটার উড়ালসড়ক খুলে দিয়েছে সেতু বিভাগ। এই অংশ খুলে দেওয়ায় ঢাকা থেকে গাজীপুরের কলেজগেট পর্যন্ত যানবাহন বের হওয়ার পথ আরও সহজ হলো।

এর আগে গত নভেম্বরে টঙ্গী থেকে ঢাকামুখী যানবাহন চলাচলের জন্য ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়।

বুধবার (১৯ এপ্রিল) বিআরটি অভিমুখী এই ফ্লাইওভার খুলে দেওয়াতে যানজট মুক্তভাবে রাজধানী ছেড়ে বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে যাচ্ছে পরিবহনগুলো।

ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম বলেন, ঢাকা এয়ারপোর্ট থেকে গাজীপুর অভিমুখী ৬৮৩ মিটার ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। ক্রমান্বয়ে অন্য অংশও খুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩  
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।