ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তীব্র গরমেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
তীব্র গরমেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে এবার ঈদে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে যাত্রীরা যাচ্ছেন নিজ গন্তব্যের দিকে। ঈদকে কেন্দ্র করে মহাসড়কে অন্যান্য বার যানজট থাকলেও এবার নেই সেই চিরচেনা রূপ।

 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ঈদের আগে এ পথে গাড়ির কিছুটা চাপ থাকলেও যানজট দেখা যায়নি। তীব্র গরমে এমনিতেই কষ্ট হচ্ছে যাত্রীদের, এই সময়ে এক-দুই ঘণ্টা জ্যামে পড়ে থাকতে হলে মানুষ আরো  নাভিশ্বাস অবস্থা হতো। এ বছর ট্রাফিক ব্যবস্থাপনার কারণে এই সড়কে কোনো যানজট নেই।  

সরেজমিনে দেখা যায়, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যরা। এসব পয়েন্টে যানবাহনের কিছুটা চাপ মাঝে মাঝে দেখা গেলেও বেশিরভাগ সময় দেখা যাচ্ছে ফাঁকা অবস্থা।  

কুমিল্লা যাওয়ার পথে শরীফুল ইসলাম তনয় জানান, এবার বিগত যেকোন সময়ের চেয়ে যানজট একেবারেই কম। এর মধ্যে যে গরম যদি যানজট থাকতো তাহলে মানুষ অনেকেই পথে অসুস্থ হয়ে পড়তো।

ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, যানজট নেই মাঝে মাঝে একটু যানবাহনের চাপ দেখা যায়। পরিস্থিতি স্বাভাবিক। আমরা রমজানের শুরু থেকেই বিভিন্ন প্রক্রিয়ায় যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আশা করছি সবার ঈদযাত্রা আনন্দের ও যানজটমুক্ত উপহার দিতে পারবো।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।