ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসে বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
বাসে বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ফিটনেস ও রোড পারমিট না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বিভিন্ন পরিবহনকে ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, যাত্রাবাড়ীতে ফিটনেস ও রোড পারমিট না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে বিভিন্ন পরিবহনকে ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ঈদযাত্রা তদারকি করতে সায়েদাবাদ টার্মিনালে র‌্যাব সাপোর্ট সেন্ট্রার স্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসাসেবা দিতে মেডিকেল টিম গঠন, তাৎক্ষণিক বিকল হওয়া যানবাহনের জন্য মেরামত টিম, ইফতারের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি যাত্রী হয়রানি, চাঁদাবাজি এবং ছিনতাই রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া, লঞ্চগামী যাত্রীদের যাত্রা নিশ্চিত করতে সদরঘাটে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

সায়েদাবাদ বাস টার্মিনাল, ডেমরা, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, শ্যামপুর, ওয়ারী, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং মাওয়াঘাট এলাকায় যথাযথভাবে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সেই সাথে নিয়মিত টহল, মোটরসাইকেল, পেট্রোলে নিরাপত্তা ডিউটি জোরদার করা হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, সরাসরি নজরদারির মাধ্যম ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান রয়েছে। মাত্রাতিরিক্ত ভিড় কিংবা সংখ্যাধিক্যের কারণে কোথাও যেন কোনো ঝুঁকি তৈরি না হয়, সে বিষয়ে র‌্যাব-১০ সজাগ রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে ও যানজট নিরসেনে র‌্যাব-১০ সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।