ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ার স্বরবাড়ি এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সুশান্ত সমদ্দার (৪২) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সুশান্ত পার্শ্ববর্তী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ত্রিমুখী গ্রামের গোপাল সমদ্দারের ছেলে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, সকালে স্বরবাড়ি এলাকায় বরিশালগামী একটি প্রাইভেটকার ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন সুশান্ত। ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি বাস যশোর যাচ্ছিল। বাসের সুপারভাইজার শামীম হোসেন তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেয়।

খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সুশান্তের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে কেউ চিনতে না পারায় পুলিশ যোগাযোগমাধ্যমে তার ছবি ছড়িয়ে দেয়। তখন তার পরিবারের লোকজন জানতে পেরে থানায় যোগাযোগ করে।

সুশান্তের বোন জামাই বিধান অধিকারী জানান, সুশান্ত পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। তার ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তিনি গত দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। মানসিক ভারসাম্যহীন সুশান্ত রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। এ সময় প্রাইভেটকারটি পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।