ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল চোরচক্রের হোতাসহ আটক ২ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
মোটরসাইকেল চোরচক্রের হোতাসহ আটক ২ 

ঢাকা: চোরাই মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে যাত্রাবাড়ী থানার ধনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা মো. মান্নান (২০) ও রাশেদ দেওয়ান (২০)। এ সময় ১টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।  

তিনি জানান, আসামিরা জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে নিজেদের হেফাজতে রাখত। পরবর্তীতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।  এই চোরাইকৃত মোটরসাইকেল অপরাধী চক্রের সদস্যরা ক্রয় করে দেশের বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। অপরাধ কার্যক্রম শেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে নিজেদের আড়াল করার জন্য অপরাধীরা ঘটনাস্থলে চোরাইকৃত মোটরসাইলে রেখে পালিয়ে যায়। এসব অপরাধী চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।  

আটক আসামিদের নামে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান লেঃ কর্নেল আরিফ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।