ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের নিচ তলায় নিউরোসার্জারি ওয়ার্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের ফুলকি দেখে রোগীরা আতঙ্কে ওয়ার্ড থেকে বেরিয়ে যান।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সময় পুরাতন ভবনের নিচ তলায় নিউরোসার্জারি বিভাগের ১০০ নম্বর ওয়ার্ডের রোগী থাকার রুমে এসির বৈদ্যুতিক লাইনে আগুন লাগে।
এ সময় আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ধোঁয়ায় ছেয়ে যায় ওয়ার্ড। ফলে সেখানে থাকা বেশ কয়েকজন রোগী আতঙ্কগ্রস্ত হয়ে স্বজনদের মাধ্যমে বাইরে বেরিয়ে আসেন।
১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি ব্রেন স্ট্রোকের রোগী মো. মহসিনের স্ত্রী নিরুতাজ জানান, ডাক্তারদের রুমের এসির বৈদ্যুতিক তার ওয়ার্ডের ভেতর দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। সেই এসির বৈদ্যুতিক তারে হঠাৎ আগুনের ফুলকি দেখা যায়। তারপরে ধোয়াই আচ্ছন্ন হয়ে যায় ওয়ার্ড। আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আমরা কয়েকজন আমাদের রোগী নিয়ে এ সময় ওয়ার্ড থেকে বেরিয়ে পড়ি।
পরে তাৎক্ষণিকভাবে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার রিয়াজ তার লোকজন নিয়ে হাসপাতালের অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন বেড়ে যাওয়ার আগেই নিভিয়ে ফেলেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে রোগীরা আবার ওয়ার্ডে ফিরে আসেন।
ওয়ার্ড মাস্টার রিয়াজ জানান, ৯৯ নম্বর ওয়ার্ডের চিকিৎসকদের এসির বৈদ্যুতিক লাইন ১০০ নম্বর ওয়ার্ডের ভেতরে। সেই লাইনেই আগুনের ফুলকি দেখা যায়। সঙ্গে সঙ্গে আমরা নিভিয়ে ফেলি। ৯৯ নম্বর রুমের ওয়ার্ডের চিকিৎসকদের রুমটি বন্ধ ছিল। পরে তাদের কল করে এনে এসি বন্ধ করা হয়। বিষয়টি হাসপাতাল পরিচালককে জানানো হয়েছে।
এর আগে মার্চের শুরুর দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটে। ঢামেকের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ২০৫ নম্বর শিশু সার্জারি ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এজেডএস/আরএইচ