ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাস সংকটে কয়েকগুণ ভাড়ায় ট্রাক-পিকআপে ঈদযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
বাস সংকটে কয়েকগুণ ভাড়ায় ট্রাক-পিকআপে ঈদযাত্রা

নারায়ণগঞ্জ: ঈদে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। তবে নারায়ণগঞ্জে বাস সংকটে ঘরমুখো মানুষকে বিকল্প যানবাহনে গুনতে হচ্ছে কয়েকগুণ ভাড়া, সঙ্গে রয়েছে ভোগান্তি।

 

ট্রেন বন্ধ থাকায় বাসই ছিল এবার নারায়ণগঞ্জ ছাড়ার একমাত্র পথ। অনেকে বাস না পেয়ে বাধ্য হয়ে চারগুণ ভাড়া দিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে যাচ্ছেন পিকআপ কিংবা ট্রাকে চড়ে।  

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে শত শত পিকআপ ট্রাকে চড়ে হাজার হাজার ঘরমুখো যাত্রীকে দেখা গেছে নারায়ণগঞ্জ ছাড়তে।  

নারায়ণগঞ্জ থেকে ট্রাকে চড়ে কুমিল্লায় রওনা দেয়া হাবিবুর বলেন, সাধারণত বাস ভাড়া আড়াইশ থেকে ৩শ টাকা। এখন বাস না পেয়ে ট্রাকে ১২শ টাকায় বাড়ি যাচ্ছি। কোনো উপায় নেই, যানবাহন নেই, কি করার আছে?

এদিকে তিন থেকে চার টাকার বাসভাড়া এখন বাইকাররা নিচ্ছেন এক হাজার টাকা। আর দূরযাত্রায় বাসে যদিও পাওয়া যায়, তাতে এখন আগের তুলনায় কয়েকগুণ ভাড়া বেশি গুনতে হচ্ছে।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন বলেন, আমরা যানজট নিয়ন্ত্রণে রাখছি। পিকআপ-ট্রাকের ভাড়ার বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এমআরপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।