ঢাকা: রাজধানীর মিরপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আরজু (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শুক্রবার (২১ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে আরজুকে মৃত ঘোষণা করেন।
মৃত আরজুর খালাতো ভাই মো. রানা জানান, তারা মিরপুর ১১ নম্বর সেকশনের মিল্লাত ক্যাম্পের বাসিন্দা। সবাই এসি মেরামতের কাজ করেন। রাতে ব্যাটারিচালিত একটি রিকশায় করে পাঁচজন মোহাম্মদপুরে যান সাহরি খেতে। পরে সেখান থেকে রিকশাযোগে মিরপুরের বাসায় ফিরছিলেন। পথে কাজীপাড়া ও শেওড়াপাড়র মাঝামাঝি স্থানে এলে পেছন থেকে একটি অটোরিকশা রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় আরজু গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে আরজুকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরজুর বাবার নাম মো. আসলাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মিরপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচ রিকশা যাত্রী আহত হন। পরে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে এলে আরজু নামে এক যুবকের মৃত্যু হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এজেডএস/আরবি