ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঈদুল ফিতরে আখাউড়া স্থলবন্দরে ৫ দিনের ছুটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
ঈদুল ফিতরে আখাউড়া স্থলবন্দরে ৫ দিনের ছুটি

ব্রাহ্মণবাড়িয়া: ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ফলে ওই সময় বাংলাদেশ - ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

 

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দরের ব্যবসায়ীরা জানায়, ঈদুল ফিতর উপলক্ষে আগামী শুক্রবার (২১ এপ্রিল) থেকে মঙ্গলবার (২৫ এপ্রিল) পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সবধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।  

আগামী বুধবার (২৬ এপ্রিল) পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। উভয় দেশের ব্যবসায়ী নেতাদের সিদ্ধান্তে এ ছুটি ঘোষণা করা হয়।

আখাউড়া চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ স্বপন দাস জানান, ঈদুল ফিতর উপলক্ষে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার থাকবে স্বাভাবিক থাকবে।  

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর-পূর্ব ভারতের সাতটি পাহাড়ি রাজ্যে পাথর, ছোট বড় মাছ, প্লাস্টিক সামগ্রী ও সিমেন্টসহ অর্ধশতাধিক পণ্য রপ্তানি করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ২১ ,২০২১
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।