ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঈদে প্রস্তুত না.গঞ্জের বিনোদনকেন্দ্রগুলো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
ঈদে প্রস্তুত না.গঞ্জের বিনোদনকেন্দ্রগুলো

নারায়ণগঞ্জ: আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে শিশুসহ সব বয়সীদের জন্য বিনোদনকেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের ধোয়ামোছা ও আলোকসজ্জার কাজ।

করোনার দুই বছর পর আলোকসজ্জা ও ধুয়েমুছে দর্শনার্থী-শিশুদের জন্য প্রস্তুত করা হয়েছে শহরের তিনটি পার্ক।  

জানা যায়, শহরের খানপুর চৌরঙ্গী পার্ক, লিংক রোডের নম পার্ক ও শেখ রাসেল পার্ক ঈদকে কেন্দ্র করে সাজানো ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।  

পার্ক কর্তৃপক্ষদের মতে, এবার ঈদের সাতদিনে লক্ষাধিক মানুষ প্রতিটি পার্কে আসবেন। করোনার দুই বছরে বিনোদনের তেমন সুযোগ না থাকলেও এবার মানুষ মনভরে ঈদে ঘোরাফেরা করবেন।

চৌরঙ্গী পার্কের মালিক সাত্তার বলেন, আমরা দুই বছর অনেক বিধিনিষেধ মেনেও কিছুটা চালু রেখেছিলাম পার্ক। এবার আর সেই বিধিনিষেধ নেই। এবার পুরোদমে চলবে পার্ক। আমরা ইতোমধ্যে সাজানোসহ সব প্রস্তুতি নিয়েছি। অতিরিক্ত লোকবল নিয়েছি যেন দর্শনার্থীদের চাপ সামাল দেওয়া যায়। আশা করছি, ঈদের এ সময়টায় লক্ষাধিক মানুষ এখানে আসবে অবসর কাটাতে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।