ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আম-লিচু পাড়ায় প্রতিবন্ধী কিশোরের শরীরে গরম পানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
আম-লিচু পাড়ায় প্রতিবন্ধী কিশোরের শরীরে গরম পানি

বরিশাল: বাগান থেকে আম-লিচু পাড়ায় সুজন (১৩) নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোরের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

আহত কিশোরকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্বর এ কাণ্ডে সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকার স্থানীয়রা প্রতিবাদ জানিয়েছে।

সুজনের বাবার নাম জসিম মোল্লা। তারা শায়েস্তাবাদ এলাকার বাসিন্দা। জসিম দিনমজুরের কাজ করেন।

জানা গেছে, গত মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে শায়েস্তাবাদ এলাকায় কাজ করতে যান জসিম। এ সময় সুজন তার সঙ্গে ছিল। বাবার কাজের ফাঁকে খোকন ব্যাপারী নামে এক ব্যবসায়ীর বাগান থেকে কয়েকটি আম-লিচু পাড়ে সুজন। এতে ক্ষিপ্ত হয়ে তার শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেন খোকন। পরে সুজনকে সেখান থেকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, সুজনের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, কাউনিয়া থানায় বাগান মালিক খোকন ব্যাপারীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে  এখনও কেউই গ্রেপ্তার হয়নি। তাকে দ্রুত গ্রেপ্তার করা হবে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।