ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় গ্রাম্য দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এছাড়া এ সময় বকুল মোল্যা নামে এক কৃষককে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
শুক্রবার (২১ এপ্রিল) এ ঘটনায় সালথা থানায় একটি এজাহার দায়ের করেছে একটি পক্ষ।
এর আগে বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে সালথার ভাওয়াল ইউনিয়নের তুগুলদিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের সমর্থক মুন্নু মোল্লার লোকজন ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেনের সমর্থক আতিক মাতুব্বরের লোকজনের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত বকুল মোল্যা তুগুলদিয়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে ও তিনি আনোয়ার হোসেনের সমর্থক। বকুলকে উদ্ধার করে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, এ ব্যাপারে একটি এজাহার পেয়েছি। আমরা ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে কাজ করছি।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এসআরএস