ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে পৃথক বজ্রপাত প্রাণ গেল তিন শিশুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
সিলেটে পৃথক বজ্রপাত প্রাণ গেল তিন শিশুর

সিলেট: সিলেটের জৈন্তাপুরে পৃথক বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) বেলা ১১টা ও বিকেল ৪টার দিকে বজ্রপাতের ঘটনাগুলো ঘটে।

নিহত শিশুরা হলো- নাঈম আহমদ (৮), আঞ্জুমা বেগম (৬) ও ইমন আহমেদ (১০)।

স্থানীয় সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে উপজেলার বিসনাটেকর গ্রামের সুলেমান আহমদের ছেলে নাঈম আহমদ (৮) এবং মৃত দেলোয়ার হোসেনের মেয়ে আঞ্জুমা বেগম (৬) আম কুড়াতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর ইউনিয়নের ৪ নম্বর বাংলাবাজার গ্রামের আলম মিয়ার ছেলে ইমন আহমেদ (১০) বেঙ্গল স্টোন ক্রাশার সংলগ্ন এলাকায় বজ্রপাতে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী ওই তিন শিশুর পরিবারকে দেখতে যান।

সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ২০ হাজার করে তিনটি পরিবারকে মোট ৬০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এনইউ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।