ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ঈদ জামাতে দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
ফেনীতে ঈদ জামাতে দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া

ফেনী: ফেনীর মিজান ময়দানে ঈদুল ফিতরের জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল ৮টার এ জামাতে ইমামতি করেন ফেনী আলীয়া মাদরাসার অধ্যক্ষ মুহাদ্দিস মাহমুদুল হাসান।

 

 ঈদ জামাতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক ও সরকারি কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জামাত পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন, ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।  

এতে অংশ নেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, ফেনী পৌর সভার মেয়র নজরুল ইমলাম স্বপন মিয়াজী। জেলার গণ্যমান্য আরও অনেকে জামাতে অংশ নেন।

১৫ হাজারেরও বেশি মুসল্লি এ জামাতে একসঙ্গে দুই রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ইমাম মাওলানা মাহমুদুল হাসান দেশ-জাতিসহ ফেনীবাসীর জন্য দোয়া করেন, মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩

এসএইচডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।