ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে মদিনার আদলে তৈরি প্যান্ডেলে ঈদ জামাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
নারায়ণগঞ্জে মদিনার আদলে তৈরি প্যান্ডেলে ঈদ জামাত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মদিনার আদলে প্যান্ডেলসহ নানা আয়োজনে মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) সকাল সোয়া ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, ওসমানী স্টেডিয়াম ও মাঝখানের সড়কে সম্মিলিতভাবে এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

 

সকাল থেকেই হাজার হাজার মুসল্লি দলে দলে জামাতের জন্য উপস্থিত হতে থাকেন। এরপর স্থান সংকুলান না হওয়ায় সকাল ৯টায় একই জায়গায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ রাজু বলেন, গতকাল ঝড় না হলে এ জামাত আরও সুন্দর হতো। আমরা ব্যবসায়ীদের বলেছিলাম নারায়ণগঞ্জ ব্যাবসায়ীদের ঘাঁটি। এখানে যেন অবাঞ্ছিতভাবে দ্রব্যের দাম বাড়ানো না হয়। ব্যবসায়ীরা তা করেনি। ব্যবসায়ীদের আমি ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। পবিত্র মাহে রমজানের একটি মাস অতিবাহিত করে আমরা এখানে উপস্থিত হয়েছি। গত বছর আমরা একসঙ্গে নামাজ আদায় করেছিলাম। এরমাঝেই আমাদের অনেক প্রিয় মানুষজন হারিয়ে গেছেন। আমরা সবাই পর্যায়ক্রমে চলে যাবো। আমরা যদি রমজানের সব হক আদায় করি, আমরা তাহলে পরকালে সওয়াব পাবো।  

তিনি আরও বলেন, যানজট নিয়ন্ত্রণে এসপিসহ নারায়ণগঞ্জের প্রশাসন ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ঘরমুখো মানুষের যেন কষ্ট না হয়। আমরা সেই চেষ্টা করেছি।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, এমন একটি আয়োজন, অথচ বিদ্যুৎ না থাকায় একপাশে মানুষ শুনতে পায়নি অনেকক্ষণ। বিদ্যুৎ বিভাগের লোকেরা কাজ করছেন। আমি ডিসি সাহেবকে বলব বিষয়টা দেখতে। এই ঈদের জামাতে এই বিদ্যুৎ কি এমনি বন্ধ হলো, না এটা বন্ধ করা হলো- তা দেখা উচিত।

তিনি বলেন, কাল ভেবেছিলাম এ জামাত বোধহয় করা যাবে না। যে ঝড় হয়েছে! অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছিল। এগুলো সব ভেঙে পড়েছে। সবাই অবাক হয়ে বললেন, সব ভেঙে গেছে কিন্তু মিম্বারের কিছু হয়নি। অথচ এটিই সবচেয়ে আলগা।

শামীম ওসমান বলেন, আগামীকাল বাঁচব কি না জানি না। আমি যখন হাসপাতালে তখন সবাই দোয়া করেছেন আমার মতো পাপী লোকের জন্য। তখন নিয়ত করেছিলাম এবার যেন জামাতটা সুন্দর করে করতে পারি। এর আগে আরেকবার বড় পরিসরে জামাতের আয়োজন করেছিলাম। আমাকে গরিবরা জড়িয়ে বলেছিলেন, বাবা মক্কা-মদিনা দেখিনি। কিন্তু আপনি দেখালেন। তাই এবার আবারো মদিনার আদলে এই আয়োজন করেছি।

তিনি বলেন, আমি আমাদের সবার পূর্বপুরুষদের জন্য দোয়া চাইছি। আমার কিছু স্বপ্ন আছে। এগুলো যদি জাতির জনকের কন্যাকে আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে হবে। লিংক রোড হচ্ছে, শেখ কামাল আইটি ইনস্টিটিউট হবে, বিশ্ববিদ্যালয় হবে। ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন রাস্তা বড় হবে। আমরা এ কাজগুলো করছি মানুষকে সন্তুষ্ট করতে।

তিনি আরও বলেন, সব দলের মানুষকে বলতে চাই, গত তিন বছর ঠিকমতো কোলাকুলি করতে পারিনি। মায়ের লাশ ছেলে ধরেনি বাবার লাশ ছেলে ধরেনি। আমরা দেখেছি। আবার অন্য লোক লাশ উঠিয়েছে, সেটাও দেখেছি। আমি ফেরেশতা বা শয়তান না। যদি ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।

পরে ঈদের নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাতে মহান আল্লাহর দরবারে দেশ জাতি ও মুসলিম উম্মাহের শান্তি কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
এমআরপি/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।