ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কারওয়ান বাজারে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
কারওয়ান বাজারে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (২৩ এপ্রিল) রাত ৯টা ২১ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচতলায় আগুন লেগেছিল। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।  

দুটি ইউনিট ৯টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বাকি দুটি ইউনিট স্টেশনে ফেরত যায় বলে জানান তিনি

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩

পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।