ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমার নদ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে দিল প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
কুমার নদ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে দিল প্রশাসন

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কুমার নদ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে প্রশাসন।

সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।

 

এসময় নগরকান্দা সদর বাজার সংলগ্ন কুমার নদের পাড়ে গড়ে ওঠা সংকর বেকারিসহ দুটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় উপজেলা প্রশাসন। একই সঙ্গে অন্য দোকানগুলোকে সরিয়া নেওয়ার নির্দেশ দেওয়া হয়।  

এ ব্যাপার নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক বলেন, কুমার নদের তীর দখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন তাদের স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এসময় দুটি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।

তিনি বলেন, যারা নির্দেশনা মানবেন না তাদের স্থাপনা ভেঙে দেওয়ার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।