ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে নলডাঙ্গার ব্যবসায়ীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে নলডাঙ্গার ব্যবসায়ীরা

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার বাশিলা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের মধ্যে এক লাখ নগদ অর্থ সহায়তা ও বস্ত্র বিতরণ করেছে নলডাঙ্গা বাজার ব্যবসায়ী মালিক সমিতি।

সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টার সময় বাশিলা গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে এই সহায়তা দেওয়া হয়।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তার ও উপজেলা ভাইস চেয়ারমান আব্দুল আলিম বাজার ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে এসব সহায়তা তাদের হাতে তুলে দেন। এসময় প্রত্যেক পরিবারকে ৪ হাজার করে টাকা ও পরিধানের কাপড় দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন-মাধনগর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধা, নলডাঙ্গা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিন হক, সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বিশিষ্ঠ ব্যবসায়ী শহিদুল ইসলাম খান, সাইফুল ইসলাম, জহুরুল ইসলামসহ ব্যবসায়ী নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।